শিরোনাম
সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

গেটম্যানের বিচক্ষণতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মিতালি এক্সপ্রেস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে গেটম্যানের বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালি এক্সপ্রেস ট্রেন। বেঁচে গেলেন ট্রেনে থাকা ৮৪ যাত্রী। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেটে এ ঘটনা ঘটে। পরে বিকাল ৫টা থেকে এ পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। একই সঙ্গে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। গেটম্যান সুজন চন্দ্র ও স্থানীয়রা বলেন, ভারত থেকে আমদানিকৃত পাথরবাহী একটি ট্রাকের ইঞ্জিন রেললাইনের ওপরে বিকল হয়ে পড়ে। একই সময়ে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালি এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন থেকে হিলির দিকে আসতে থাকে। পরে বিজিবির সহায়তায় লাল কাপড় উড়িয়ে আউটার সিগন্যালের কাছে ট্রেনটিকে থামানো হয়।

 

সর্বশেষ খবর