প্রতি বছরের মতো এবারও যমুনা ও ব্রহ্মপুত্র তীরবর্তী বিস্তীর্ণ চরে ব্যাপকহারে শীতের সবজি চাষ করেছেন জামালপুরের কৃষকরা। লাভের আশায় শীতের আগাম সবজি চাষ করলেও বিরূপ আবহাওয়া আর সার ও তেলের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছে জেলার চাষিরা। তবে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবং শীতের শুরুতেই সবজি বাজারে নিতে পারলে কিছুটা হলেও লাভের মুখ দেখতে পাবেন এমন প্রত্যাশা তাদের। যমুনা ও ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরের যে দিকেই চোখ যায় শুধু সবুজ সবজি খেত। বাজারে আগাম সবজি আনতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে প্রতি বছরের মতো এবারও বেগুন, টমেটো, শিম, করলা, চিচিঙ্গা, ঢেড়স, লাউসহ বিভিন্ন শীতের সবজি চাষ করেছে জামালপুরের কৃষকরা। গত বছর প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন কম হওয়ায় লোকসান গুনতে হয়েছে তাদের। এ বছরও শীতের আগাম সবজি চাষ করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন তারা। এর ওপর সার, বীজ, তেল আর শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় সবজির উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। কৃষকরা জানান, পূর্বপুরুষ থেকে করে আসা চাষাবাদ লোকসান হলেও তারা ছাড়তে পারছে না। শীতের শুরুতে সবজির দাম ভালো পাওয়া যায়, তাই ভরা মৌসুম শুরুর আগেই তাদের উৎপাদিত সবজি বাজারে তুলতে পারলে খরচ উঠিয়েও লাভের মুখ দেখবেন তারা। ফলে সারাদিন সবজি খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। গত বছর জেলায় ১৭ হাজার ৮৮৯ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল। চলতি বছরও সবজি আবাদের লক্ষ্যমাত্রা সমান ধরা হয়েছে। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা বলেন, এ বছর বন্যা না হওয়ায় কৃষকরা আগাম সবজির চাষ করেছেন।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
শীতের সবজি নিয়ে শঙ্কায় কৃষক
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর