প্রতি বছরের মতো এবারও যমুনা ও ব্রহ্মপুত্র তীরবর্তী বিস্তীর্ণ চরে ব্যাপকহারে শীতের সবজি চাষ করেছেন জামালপুরের কৃষকরা। লাভের আশায় শীতের আগাম সবজি চাষ করলেও বিরূপ আবহাওয়া আর সার ও তেলের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছে জেলার চাষিরা। তবে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবং শীতের শুরুতেই সবজি বাজারে নিতে পারলে কিছুটা হলেও লাভের মুখ দেখতে পাবেন এমন প্রত্যাশা তাদের। যমুনা ও ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরের যে দিকেই চোখ যায় শুধু সবুজ সবজি খেত। বাজারে আগাম সবজি আনতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে প্রতি বছরের মতো এবারও বেগুন, টমেটো, শিম, করলা, চিচিঙ্গা, ঢেড়স, লাউসহ বিভিন্ন শীতের সবজি চাষ করেছে জামালপুরের কৃষকরা। গত বছর প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন কম হওয়ায় লোকসান গুনতে হয়েছে তাদের। এ বছরও শীতের আগাম সবজি চাষ করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন তারা। এর ওপর সার, বীজ, তেল আর শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় সবজির উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। কৃষকরা জানান, পূর্বপুরুষ থেকে করে আসা চাষাবাদ লোকসান হলেও তারা ছাড়তে পারছে না। শীতের শুরুতে সবজির দাম ভালো পাওয়া যায়, তাই ভরা মৌসুম শুরুর আগেই তাদের উৎপাদিত সবজি বাজারে তুলতে পারলে খরচ উঠিয়েও লাভের মুখ দেখবেন তারা। ফলে সারাদিন সবজি খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। গত বছর জেলায় ১৭ হাজার ৮৮৯ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল। চলতি বছরও সবজি আবাদের লক্ষ্যমাত্রা সমান ধরা হয়েছে। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা বলেন, এ বছর বন্যা না হওয়ায় কৃষকরা আগাম সবজির চাষ করেছেন।
শিরোনাম
- খাগড়াছড়িতে ‘পদোন্নতি বঞ্চিত’ প্রভাষকদের কর্মবিরতি শুরু
- কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
- ১২৪ রানের ছোট লক্ষ্য পূরণে ব্যর্থ ভারত, ঘরের মাঠেই লজ্জার হার
- প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী