প্রতি বছরের মতো এবারও যমুনা ও ব্রহ্মপুত্র তীরবর্তী বিস্তীর্ণ চরে ব্যাপকহারে শীতের সবজি চাষ করেছেন জামালপুরের কৃষকরা। লাভের আশায় শীতের আগাম সবজি চাষ করলেও বিরূপ আবহাওয়া আর সার ও তেলের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছে জেলার চাষিরা। তবে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবং শীতের শুরুতেই সবজি বাজারে নিতে পারলে কিছুটা হলেও লাভের মুখ দেখতে পাবেন এমন প্রত্যাশা তাদের। যমুনা ও ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরের যে দিকেই চোখ যায় শুধু সবুজ সবজি খেত। বাজারে আগাম সবজি আনতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে প্রতি বছরের মতো এবারও বেগুন, টমেটো, শিম, করলা, চিচিঙ্গা, ঢেড়স, লাউসহ বিভিন্ন শীতের সবজি চাষ করেছে জামালপুরের কৃষকরা। গত বছর প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন কম হওয়ায় লোকসান গুনতে হয়েছে তাদের। এ বছরও শীতের আগাম সবজি চাষ করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন তারা। এর ওপর সার, বীজ, তেল আর শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় সবজির উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। কৃষকরা জানান, পূর্বপুরুষ থেকে করে আসা চাষাবাদ লোকসান হলেও তারা ছাড়তে পারছে না। শীতের শুরুতে সবজির দাম ভালো পাওয়া যায়, তাই ভরা মৌসুম শুরুর আগেই তাদের উৎপাদিত সবজি বাজারে তুলতে পারলে খরচ উঠিয়েও লাভের মুখ দেখবেন তারা। ফলে সারাদিন সবজি খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। গত বছর জেলায় ১৭ হাজার ৮৮৯ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল। চলতি বছরও সবজি আবাদের লক্ষ্যমাত্রা সমান ধরা হয়েছে। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা বলেন, এ বছর বন্যা না হওয়ায় কৃষকরা আগাম সবজির চাষ করেছেন।
শিরোনাম
- গোপালগঞ্জে বিশেষ শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি নিয়ে সেমিনার
- যুক্তরাজ্যে সেই চীনা ক্রিপ্টোকুইনের ১১ বছর ৮ মাসের কারাদণ্ড
- নতুন পে স্কেল বাস্তবায়নের ফ্রেমওয়ার্ক তৈরি করবে সরকার: অর্থ উপদেষ্টা
- যুক্তরাষ্ট্রে গেলেন সোহেল তাজ
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেফতার
- নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন
- ইসরায়েলি ফুটবল দলকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি
- রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন
- মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ
- কেন ফ্রান্সের ওপর চটেছেন ট্রাম্প?
- দ্বাদশ সংসদের এমপিদের অখালাস ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
- গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
- শিবচরে মহাসড়কে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার
- নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
- সিলেটে গ্রেপ্তার আ.লীগ নেতা কারাগারে
- এবার বাণিজ্যমেলা দুই আসরে, যেদিন থেকে শুরু
- রাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ
- আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের
- উত্তরায় মাইক্রোবাসে আগুন