শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে তুলকালাম

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। এ সময় হাসপাতালে ভাঙচুর চালানো হয়। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাগীব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাফিসা বেগম (১০) নামে এক শিশু বুধবার বিকালে মারা যায়। তার বাড়ি সিলেট সদর উপজেলার মীরেরগাঁও। নাফিসার মামা আবুল খায়ের বলেন, সপ্তাহ খানেক আগে নাফিসার পায়ে লোহা ঢুকেছিল। পরে ওই স্থানে পুঁজ দেখা যায়। বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে নাফিসার পায়ে চেতনানাশক ইনজেকশন দিয়ে পুঁজ বের করা হয়। এর কিছুক্ষণ পরই তার কথা বন্ধ হয়ে যায়। বিকাল ৪টার দিকে নাফিসা মারা যায়। খায়ের বলেন, ‘আমাদের সন্দেহ ডাক্তাররা নাফিসার পায়ে ভুল ইনজেকশন পুশ করেছে।’ হাসপাতালের চিকিৎসক আওলাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ওই শিশুকে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর