বর্ষার প্রমত্তা পদ্মা এখন রূপ নিয়েছে মরুভূমিতে। পদ্মার রাজবাড়ীর বেশির ভাগ অংশে জেগে উঠেছে বড় বড় চর। পদ্মা কখনো খরস্রোতা আবার কখনো হাঁটুপানি- এ গল্প সবার জানা। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাল মেলাতে পারছে না এককালের প্রমত্তা এই নদী। পদ্মা জৌলুস হারিয়ে ক্রমেই অচেনা রূপ ধারণ করছে। রাজবাড়ীর পদ্মা নদীর অধিকাংশ স্থান পানিশূন্য হতে শুরু করেছে। বালুর স্তরে আটকে যাচ্ছে নৌযান। বিশাল চরে এখন বিচরণ করছে গরু-মহিষ। চর পদ্মাকে দুই ভাগে বিভক্ত করেছে। এক পাশে রাজবাড়ী অন্য পাশে পাবনা জেলার অংশ। পদ্মায় রাজবাড়ী অংশের চ্যানেল দিয়ে ঝুঁকি নিয়ে চলছে নৌযান। নৌযান চলাচল স্বাভাবিক রাখতে অনেক জায়গায় ড্রেজিং করছে বিআইডব্লিউটিএ। বর্ষা মৌসুমে পানিতে পদ্মা ভরে থাকলেও তখন নদীর তীরে ভাঙন ও বন্যা দেখা দেয়। আর শুষ্ক মৌসুমে নদীর বুকে ছোট-বড় মিলে অসংখ্য চর জেগে উঠে। গতকাল দুপুরে রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রূপ পাল্টানো পদ্মা নদী। অনেক জায়গায় পানি নেই। বড় বড় চর যেন বিশাল বালুরাশি। বালুতে আটকে যাচ্ছে মাঝিদের নৌকা। পদ্মার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এপারে আসছেন সাধারণ মানুষ। জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ছোট দুটি ফেরি চলাচল স্বাভাবিক রাখতে অব্যাহত ড্রেজিং করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে কোনো সময় বন্ধের শঙ্কা রয়েছে ফেরি চলাচল। রাজবাড়ী অংশের ছোট চ্যানেল দিয়ে আসা-যাওয়া করছে ছোট ছোট নৌযান। ড্রেজিং অংশ দিয়ে নৌযান চলাচল করায় তীর ভাঙছে। বিলীন হচ্ছে কৃষকের ফসলি জমি। স্থানীয় মিজানপুর ইউনিয়নের হাসেন আলী (৭৮) বলেন, সেই পদ্মা এখন আর নেই। বর্ষার কয়েক মাস পদ্মায় পানি থাকে। আর সব সময় পদ্মায় থাকে বড় বড় চর। এ নদীর রূপ পাল্টে গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, জলবায়ুর পরিবর্তনের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কারণে আজ পদ্মার এই দশা। গোয়ালন্দের অংশে পদ্মার নাম হয়েছে ‘মরা পদ্মা’। পদ্মার মাঝখানে শত শত চর জেগেছে। তিনি বলেন, এটি-তো পদ্মার আসল রূপ নয়। নদীকে তার মতো বয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। না হলে নদী আরও আগ্রাসী হবে। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (পোর্ট ও ট্রাফিক বিভাগ) আরিফ উদ্দীন বলেন, পদ্মায় অনেক চর পড়েছে। রাজবাড়ীসহ পাবনা জেলার মানুষের যোগাযোগ সহজ করার চেষ্টা অব্যাহত রয়েছে। রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া এলাকায় নাব্য সংকট রয়েছে। নাব্য সংকট দূর করতে ৫ কোটি টাকা ব্যয়ে আড়াই লাখ ঘনমিটার ড্রেজিং কাজ চলমান রয়েছে।
শিরোনাম
- কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
- মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহারণের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- ক্লাব বিশ্বকাপ: নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক!
- মোহাম্মদপুরে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৬
- সহায়তা পেতে সেনা ক্যাম্পের হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ
- শ্রীমঙ্গলে সীমান্ত পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
- ভারত-পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে যে সিদ্ধান্ত হলো
- আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ, ৩ জেলেকে অপহরণ
- রোনালদোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস
- মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
- সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
- প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল
- ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান
- পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না: পাকিস্তান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল
- কুমিল্লায় সেবা মূল্য ৫ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
- ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’ আগামী অক্টোবরে
- জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- গরমে ত্বকের যত্নে মুলতানি মাটি
পদ্মায় জেগেছে একাধিক চর, হারাচ্ছে নাব্য
সদর উপজেলার জৌকুড়া এলাকায় পদ্মায় জেগে ওঠা চর
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর