দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
পাবনা : ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা শহরের দিলালপুর মহল্লার সুমন ঘোষ (২৬) ও আরিফুল ইসলাম (২৭)।
গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার চণ্ডিবর্দী এলাকায় শুক্রবার রাতে বাসের চাপায় নিহত হয়েছেন রুহুল আমিন শেখ (৬৫) নামে এক বৃদ্ধ। তার বাড়ি উপজেলার প্রভাকরদী গ্রামে।
লালমনিরহাট : সদর উপজেলার সেলিমনগর এলাকায় ট্রাকের ধাক্কায় এরশাদ হোসেন (৫২) নামে ব্যাটারিচালিত অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছেন। দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সেলিমনগরে এই দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকার বাসিন্দা।
নওগাঁ : রাণীনগরে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মানিক কুমার (২০) নামে এক আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার রাতে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গোনা খানপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি আত্রাই উপজেলার সুবর্ণকুণ্ড গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামের শুক্রবার রাতে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে শাওন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শাওনের বাবা শামসুল আলী।
বাগেরহাট : বাগেরহাটের কাটাখালী মোড়ে গতকাল দুপুরে ট্রাকের চাপায় নিহত হন জাহাঙ্গীর গাজী (৪২) নামের এক ভ্যানচালক। তার বাড়ি ফকিরহাট উপজেলার ভবনা গ্রামে।