শিরোনাম
রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

‘সাঁওতাল হত্যা দিবস’ পালন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তিন সাঁওতাল হত্যার ষষ্ঠ বার্ষিকীতে গতকাল ‘সাঁওতাল হত্যা দিবস’ পালন করা হয়। গাইবান্ধা নাট্য সংস্থার সামনে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন যৌথভাবে পালন করে আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদ ও জনউদ্যোগ-গাইবান্ধা। আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ফিলিমন বাসকে, প্রিসিলা মুর্মু, থমাস হেমব্রম, মাথিয়াস মার্ডি প্রমুখ।  প্রসঙ্গত, স্থানীয় সাঁওতালরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে  রংপুর চিনিকলের ইক্ষু খামারের জমি বাপ-দাদার দাবি করে ২০১৬ সালে আন্দোলন গড়ে তোলেন। ওই বছরের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়।

সর্বশেষ খবর