বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ধলেশ্বরীর ভাঙনে হুমকিতে সেতু

টাঙ্গাইল প্রতিনিধি

ধলেশ্বরীর ভাঙনে হুমকিতে সেতু

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর ভাঙনের মুখে শেখ হাসিনা সেতু -বাংলাদেশ প্রতিদিন

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর ভাঙনে হুমকির মুখে রয়েছে মির্জাপুর-নাগরপুর ভায়া মোকনা কেদারপুর আঞ্চলিক মহাসড়কে শেখ হাসিনা সেতু (কেদারপুর সেতু)। গত কয়েক বছরের অব্যাহত ভাঙনে সেতুর আশপাশের কয়েকটি গ্রামের ফসলি জমিসহ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। সরেজমিন দেখা যায়, সেতুর পিলার সংলগ্ন মাটি ধসে গেছে। ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ইতোমধ্যেই ধসে পড়েছে। নদীভাঙনে সর্বস্বান্ত আফাজ আলী বলেন, আগ্রাসী হয়ে ওঠা এই নদীর জন্য হুমকির মুখে রয়েছে আমাদের ভিটামাটি। জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ হয়নি। প্রায় ১০০ ঘরবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। এখানে একটা বাঁধ নির্মাণ হলে আমরা রক্ষা পেতাম। এদিকে অবৈধ বালু উত্তোলনের জন্য সেতু ও এলাকা হুমকিতে পড়েছে বলে জানিয়ে স্থানীয় বাসিন্দা রহমান বলেন, প্রবল স্রোতে এখানে নদীর পাড় ভেঙে পুরো একটি এলাকা বিলীন হয়ে গেছে। অতিরিক্ত বালু উত্তোলনের জন্য ভাঙনের তীব্রতা বেড়েছে। এ ছাড়া সেতুর পিলারের মাটি সরে যাচ্ছে। মোকনা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদীবেষ্টিত কেদারপুর এলাকার শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। আরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জেলা পানি উন্নয়ন বোর্ড ও নাগরপুর ইউএনও বরাবর আবেদন করেছি। এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। নাগরপুরের ইউএনও ওয়াহিদুজ্জামান মুঠোফোনে বলেন, প্রথমদিকে ৬ হাজার ৪০০ জিও ব্যাগ ডাম্পিংয়ের পরও ভাঙন রোধ না হওয়ায় আরও জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) টাঙ্গাইল জেলা অফিসের প্রধান নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, আমরা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। সেখানে ঢেউয়ের আঘাতে নদীর পাড় ভাঙছে, কিছু মাটি সরে যাচ্ছে এটা স্বাভাবিক প্রক্রিয়া। সেতুর পিলার থেকে মাটি সরে যাচ্ছে দেখে পিলার ক্ষতিগ্রস্ত হবে এমন চিন্তার কোনো কারণ নেই। উল্লেখ্য, গত জুলাই মাসে মোকনা পংবরোটিয়া এলাকায় ভাঙন রোধে ৬ হাজার ৪০০ জিও ব্যাগ ডাম্পিং করা হয়। এরপরও অব্যাহত ভাঙনে সম্প্রতি সেতুর পিলারের মাটি সরে যাওয়াসহ ফসলি জমি, বাড়িঘর বিলীন হয়েছে।

সর্বশেষ খবর