দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। সোমবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বিকালে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আহত হন। নিহতের নাম ইভা আক্তার (২৫)।
চাঁপাইনবাবগঞ্জ : জেলার দারিয়াপুরে মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন শাজাহান আলী (৭০) নামে এক পথচারী। তিনি পৌরসভার দারিয়াপুর হাট এলাকার বাসিন্দা। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট : রংপুর-কুড়িগ্রাম সড়কের সদর উপজেলার মুস্তফি এলাকায় বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত আবদুল আলিম (৪২) মুস্তফি এলাকার বাসিন্দা।
জয়পুরহাট : বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মাসুমা খাতুন (৪০) নামে এক গৃহবধূ। দুপুরে সদর উপজেলার জয়পুরহাট হিলি সড়কের বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম : ফুলবাড়ী উপজেলার ধর্মপুর গ্রামে সোমবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে নুর হোসেন (৫৪) নামে এক দিনমজুরের।
শরীয়তপুর : জাজিরায় ট্রাকের ধাক্কায় জনি (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কাজীরহাট বন্দর সংলগ্ন ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।