বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিদ্যালয়ে ঢুকে হামলা শিক্ষকদের ওপর

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিদ্যালয়ে ঢুকে তিন শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। ৯৯৯-এ কল পেয়ে ওই শিক্ষকদের উদ্ধার করে পুলিশ। সদর উপজেলার পশ্চিম চরমনসা গ্রামের মা মনি আইডিয়াল স্কুলে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, শিক্ষার্থীরা সকালে প্রতিষ্ঠানের মাঠে খেলা করছিল। এ সময় পাশের ধানখেতে পড়ে যায় কয়েকজন শিক্ষার্থী। এতে কিছু ধান গাছের ক্ষতি হয়। এ নিয়ে খেত মালিক নূর নবীর স্ত্রী খালেদা বেগম বিদ্যালয়ে ঢুুকে শিক্ষক শাহজাদা বেগমের সঙ্গে তর্ক শুরু করেন। খবর পেয়ে নূর নবী, তার ছেলে রিপন ও রিয়াজ এসে বিদ্যালয়ের অফিস কক্ষে হামলা চালায়। বাধা দিতে গেলে তিন শিক্ষককে মারধর করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ আহত শিক্ষকদের উদ্ধার করে। সরকারি রেজিস্ট্রিভুক্ত বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮০ জন শিক্ষার্থী রয়েছে। শাহজাদা বেগম বলেন, ২০১৮ সালে এলাকার ঝড়েপড়া শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করি। এরপর থেকে একটি চক্র এটি বন্ধের পাঁয়তারা করে আসছে। সামান্য ঘটনা নিয়ে নূর নবী তার ছেলেদের নিয়ে বিদ্যালয়ে হামলা চালান। বাধা দিতে গেলে তারা আমাদের এলোপাতাড়ি মারধর করেন। অভিযুক্ত নূর নবী জানান, শিক্ষক শাহজাদা বেগমের কয়েকটি রাজহাঁস তার ধানখেতের ব্যাপক ক্ষতি করেছে। এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে শিক্ষিকার হাতাহাতি হয়। সদর মডেল থানার ওসি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর