বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

খোলা আকাশের নিচে বিএডিসির বীজ

ঠাকুরগাঁও প্রতিনিধি

খোলা আকাশের নিচে বিএডিসির বীজ

ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে বীজ -বাংলাদেশ প্রতিদিন

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বিএডিসিতে খোলা আকাশের নিচে ত্রিপালে ঢেকে রাখা হয়েছে প্রায় ৫০০ মেট্রিকটন ধান ও গমের বীজ। কৃষকরা বলছেন, এমনি গাফিলাতির কারণে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। বিএডিসি কর্তৃপক্ষ বলছে, জায়গার অভাবে বাহিরে ত্রিপাল দিয়ে ঢেকে রাখা হয়েছে বীজ। আর কৃষি বিভাগ বলছে, খোলা আকাশের নিচে বীজ বেশি দিন রাখলে কমে যাবে অঙ্কুরোদ ক্ষমতা। জানা যায়, গত ১১ অক্টোবর থেকে সদর উপজেলার বিএডিসির প্রাঙ্গণের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে বীজ রেখে ঢেকে দেওয়া হয়েছে। বিএডিসির কর্তৃপক্ষ জানায়, জায়গার অভাবে বাহিরে রাখা হয়েছে বীজ। এভাবে বীজ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। সদর উপজেলার শিবগঞ্জ এলাকার কৃষক মোবারক আলী, ইসলামুল হক জানান, কিছুদিন ধরেই বিএডিসি কর্তৃপক্ষ বাহিরে বীজ রাখছেন। এতে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। কারণ এসব বীজে ফসল উৎপাদন কম হবে। শিবগঞ্জ বিএডিসির উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের এখানে জায়গার সংকট থাকায় এই সমস্যা হয়েছে। কৃষকদের দেওয়ার আগে বীজগুলো যাচাই-বাছাই করা হবে। চেষ্টা করব যাতে কোনো কৃষকের ক্ষতি না হয়। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আব্দুল আজিজ বলেন, খোলা আকাশের নিচে দীর্ঘদিন বীজ থাকে তাহলে অঙ্কুরোদ ক্ষমতা কমে যায়। বীজগুলো ব্যবহারের জন্য একটা আর্দ্রতা থাকে। যদি তা না হয় তবে সেই বীজ ব্যবহারে কৃষক ক্ষতির মুখে পড়বে।

সর্বশেষ খবর