ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বিএডিসিতে খোলা আকাশের নিচে ত্রিপালে ঢেকে রাখা হয়েছে প্রায় ৫০০ মেট্রিকটন ধান ও গমের বীজ। কৃষকরা বলছেন, এমনি গাফিলাতির কারণে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। বিএডিসি কর্তৃপক্ষ বলছে, জায়গার অভাবে বাহিরে ত্রিপাল দিয়ে ঢেকে রাখা হয়েছে বীজ। আর কৃষি বিভাগ বলছে, খোলা আকাশের নিচে বীজ বেশি দিন রাখলে কমে যাবে অঙ্কুরোদ ক্ষমতা। জানা যায়, গত ১১ অক্টোবর থেকে সদর উপজেলার বিএডিসির প্রাঙ্গণের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে বীজ রেখে ঢেকে দেওয়া হয়েছে। বিএডিসির কর্তৃপক্ষ জানায়, জায়গার অভাবে বাহিরে রাখা হয়েছে বীজ। এভাবে বীজ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। সদর উপজেলার শিবগঞ্জ এলাকার কৃষক মোবারক আলী, ইসলামুল হক জানান, কিছুদিন ধরেই বিএডিসি কর্তৃপক্ষ বাহিরে বীজ রাখছেন। এতে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। কারণ এসব বীজে ফসল উৎপাদন কম হবে। শিবগঞ্জ বিএডিসির উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের এখানে জায়গার সংকট থাকায় এই সমস্যা হয়েছে। কৃষকদের দেওয়ার আগে বীজগুলো যাচাই-বাছাই করা হবে। চেষ্টা করব যাতে কোনো কৃষকের ক্ষতি না হয়। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আব্দুল আজিজ বলেন, খোলা আকাশের নিচে দীর্ঘদিন বীজ থাকে তাহলে অঙ্কুরোদ ক্ষমতা কমে যায়। বীজগুলো ব্যবহারের জন্য একটা আর্দ্রতা থাকে। যদি তা না হয় তবে সেই বীজ ব্যবহারে কৃষক ক্ষতির মুখে পড়বে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
খোলা আকাশের নিচে বিএডিসির বীজ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর