ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বিএডিসিতে খোলা আকাশের নিচে ত্রিপালে ঢেকে রাখা হয়েছে প্রায় ৫০০ মেট্রিকটন ধান ও গমের বীজ। কৃষকরা বলছেন, এমনি গাফিলাতির কারণে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। বিএডিসি কর্তৃপক্ষ বলছে, জায়গার অভাবে বাহিরে ত্রিপাল দিয়ে ঢেকে রাখা হয়েছে বীজ। আর কৃষি বিভাগ বলছে, খোলা আকাশের নিচে বীজ বেশি দিন রাখলে কমে যাবে অঙ্কুরোদ ক্ষমতা। জানা যায়, গত ১১ অক্টোবর থেকে সদর উপজেলার বিএডিসির প্রাঙ্গণের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে বীজ রেখে ঢেকে দেওয়া হয়েছে। বিএডিসির কর্তৃপক্ষ জানায়, জায়গার অভাবে বাহিরে রাখা হয়েছে বীজ। এভাবে বীজ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। সদর উপজেলার শিবগঞ্জ এলাকার কৃষক মোবারক আলী, ইসলামুল হক জানান, কিছুদিন ধরেই বিএডিসি কর্তৃপক্ষ বাহিরে বীজ রাখছেন। এতে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। কারণ এসব বীজে ফসল উৎপাদন কম হবে। শিবগঞ্জ বিএডিসির উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের এখানে জায়গার সংকট থাকায় এই সমস্যা হয়েছে। কৃষকদের দেওয়ার আগে বীজগুলো যাচাই-বাছাই করা হবে। চেষ্টা করব যাতে কোনো কৃষকের ক্ষতি না হয়। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আব্দুল আজিজ বলেন, খোলা আকাশের নিচে দীর্ঘদিন বীজ থাকে তাহলে অঙ্কুরোদ ক্ষমতা কমে যায়। বীজগুলো ব্যবহারের জন্য একটা আর্দ্রতা থাকে। যদি তা না হয় তবে সেই বীজ ব্যবহারে কৃষক ক্ষতির মুখে পড়বে।
শিরোনাম
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়