বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে রাতের আঁধারে নোটিস টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ধামরাই উপজেলার জয়পুরা এলাকার মম ফ্যাশন লিমিটেড কারখানার সামনে প্রায় ১ হাজার শ্রমিক বিক্ষাভ করেন। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান তারা। শ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির টাকা ও মাসিক বেতন সময়মতো না দেওয়াসহ কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই, শ্রমিকদের মারধর ও গালাগাল করার প্রতিবাদে সোমবার কর্মবিরতি পালন করা হয়। তখন মালিকপক্ষ আশ্বাস দেন শ্রম আইন অনুসরণ করে কারখানা সঠিক নিয়মে পরিচালনা করা হবে। গতকাল সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলানো দেখেন। পাশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিস টাঙানো। কারখানা বন্ধের প্রতিবাদ ও খুলে দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন। শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, মালিক পক্ষ কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। কী কারণে কারখানা বন্ধ করা হয়েছে তা জানাতে পারেননি তিনি। এ বিষয়ে জানতে মম ফ্যাশন লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর