বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় কিশোরীকে হত্যা মামলায় স্বপন গাজী ও তার স্ত্রী আঁখি আক্তার তমাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাভোগের রায় দেওয়া হয়। একই মামলায় অন্য আইনে ওই দম্পতিকে পাঁচ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল গতকাল এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত স্বপন গাজী পটুয়াখালীর কলাপাড়ার আবদুুল মজিদের ছেলে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৩ সালের ১০ নভেম্বর বাড়িওয়ালা রাসেল ও তার স্ত্রী সাবিনা কান্নার শব্দ শুনে ভাড়াটিয়া স্বপনের রুমে যান। গিয়ে দেখেন স্বপন ও তার স্ত্রী আঁখি কান্নাকাটি করছেন। তাদের কথাবার্তা সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে স্বপ্ন ও আঁখি ভায়রার মেয়ে পরিচয়ে বাসায় রাখতেন মর্জিনা নামে এক মেয়েকে। মর্জিনাকে ধর্ষণে ব্যর্থ হয়ে বালিশচাপা দিয়ে হত্যা করেন স্বপন। এ কাজে সহযোগিতা করেন আঁখি।

সর্বশেষ খবর