২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রয়েছে, কিন্তু সেই ইউনিটের সেবা কার্যক্রম চালু নেই। জটিল আর সংকটাপন্ন রোগীদের আইসিইউ সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রায় আট বছর আগে বেশ ঘটা করেই উদ্বোধন করা হয় আইসিইউ বিভাগটি। কিন্তু আজ পর্যন্ত শুরুই হয়নি এর কার্যক্রম। তাই আইসিইউ সেবা নিতে রোগীদের ছুটতে হয় ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে। এতে করে মাঝে-মধ্যেই রাস্তায়ই মৃত্যু ঘটছে সংকটাপন্ন রোগীদের। অনেকেই ক্ষোভের সঙ্গে জানালেন, আট বছরেও আইসিইউ সেবা পায়নি রোগীরা। জামালপুর জেলার ২৬ লাখ মানুষের চিকিৎসাসেবা গ্রহণের ভরসাস্থল ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল। শুধু জামালপুর জেলায় নয়, পার্শ্ববর্তী কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর উপজেলা, বগুড়ার সাড়িয়াকান্দি, টাঙ্গাইলের ধনবাড়ি, ভুয়াপুর উপজেলা ছাড়াও গাইবান্ধা ও শেরপুর জেলার একাংশ যোগাযোগ সুবির্ধাথে এ হাসপাতালের চিকিৎসা সেবার ওপর নির্ভরশীল। তাই এ অঞ্চলের প্রায় ৩০ লাখ মানুষের চিকিৎসাসেবায় আইসিইউ সুবিধা দেওয়ার লক্ষ্যে ২০১৫ সালের ৩১ জানুয়ারি জামালপুর জেনারেল হাসপাতালে দুটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড ও দুটি হাই ডিপেন্ডেট ইউনিট (এইচডিইউ) বেড নিয়ে আইসিইউ বিভাগ উদ্বোধন করা হয়। তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বেশ ঘটা করেই চার বেডবিশিষ্ট আইসিইউর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের প্রায় আট বছর হয়ে গেলেও এখনো শুরুই হয়নি আইসিইউ বিভাগের কার্যক্রম। সরেজমিন দেখা যায়, জামালপুর জেনারেল হাসপাতারে তৃতীয় তলার একটি কক্ষে স্থাপন করা হয়েছে আইসিইউ বিভাগ। একটি আইসিইউ মেশিন বসাতে যে পরিমাণ জায়গার প্রয়োজন হয় সেখানে তা পর্যাপ্ত নেই। তারপরও তড়িঘড়ি করে স্বল্প পরিসরের সেই কক্ষেই স্থাপন করা হয়েছে আইসিইউ মেশিন। উদ্বোধনের পর থেকেই আইসিইউ বিভাগের রুমটি তালাবদ্ধ রয়েছে। ভিতরে দেখা যায় চারটি শয্যা, যার মধ্যে দুটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড ও দুটি হাই ডিপেন্ডেট ইউনিট (এইচডিইউ) বেড। লাইভ সাপোর্টের ভেন্টিলেটর, মনিটরসহ আইসিইউয়ের আধুনিক সব যন্ত্রপাতি অলস পড়ে আছে। দীর্ঘদিন রুমটিতে কোনো মানুষ প্রবেশ না করায় যন্ত্রপাতিগুলোর ওপর ধুলার আস্তর পড়ে গেছে, বেডের সাদা চাদর ধারণ করেছে ধূসর বর্ণ, মাকড়সাও বাসা বেঁধেছে বিভিন্ন স্থানে। কার্যক্রম চালু না থাকায় চিকিৎসাসেবায় ব্যবহৃত দামি এসব যন্ত্রপাতি এখন যেন নিজেই অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতাল সূত্র জানায়, জামালপুর জেনারেল হাসপাতালে আইসিইউ বিভাগ উদ্বোধন করা হলেও প্রতিটি বেড স্থাপনের জন্য যে পরিমাণ জায়গার প্রয়োজন তা পর্যাপ্ত নেই।
শিরোনাম
- কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
- মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহারণের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- ক্লাব বিশ্বকাপ: নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক!
- মোহাম্মদপুরে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৬
- সহায়তা পেতে সেনা ক্যাম্পের হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ
- শ্রীমঙ্গলে সীমান্ত পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
- ভারত-পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে যে সিদ্ধান্ত হলো
- আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ, ৩ জেলেকে অপহরণ
- রোনালদোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস
- মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
- সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
- প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল
- ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান
- পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না: পাকিস্তান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল
- কুমিল্লায় সেবা মূল্য ৫ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
- ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’ আগামী অক্টোবরে
- জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- গরমে ত্বকের যত্নে মুলতানি মাটি
আইসিইউ আছে, কার্যক্রম নেই
আট বছরেও আইসিইউ সেবা পায়নি রোগীরা
শুভ্র মেহেদী, জামালপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর