শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কুমিল্লা অঞ্চলে বন্ধ ১৬ রেলস্টেশন

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লা অঞ্চলে বন্ধ ১৬ রেলস্টেশন

কুমিল্লা অঞ্চলে গত এক যুগে ১৬টি রেল স্টেশন বন্ধ হয়ে গেছে। এতে ওইসব এলাকার যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। বন্ধ স্টেশন এলাকা এখন পরিত্যক্ত। যাত্রী ভোগান্তির সঙ্গে স্থরিরতা এসেছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে। এলাকাবাসীর দাবি, স্টেশনগুলো পুনরায় চালু করার। চালু হলে যাত্রীর কোলাহলে আবার মুখর হবে স্টেশন এলাকা। বন্ধ স্টেশনগুলো হলো, লাকসাম-নোয়াখালী রেল লাইনের দৌলতগঞ্জ, খিলা, বিপুলাসার, বজরা, মাইজদী ও হরিনারায়ণপুর। লাকসাম-চট্টগ্রাম রেল সড়কের নাওটি। লাকসাম-আখাউড়া রেল সড়কের আলীশ্বর, ময়নামতি। লাকসাম-চাঁদপুর রেল সড়কের চিতোষী, শাহরাস্তি, উয়ারুক, বলাখাল, মধু রোড, শাহতলী ও মৈশাদী। এই পথের লালমাই স্টেশনে একটি ট্রেন থামে। এটি নামমাত্র চালু আছে। এ ছাড়া আরও ৫-৬টি স্টেশন বন্ধ হওয়ার পথে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্ধ স্টেশনের কয়েকটির প্ল্যাটফরমের মধ্যে এখন ধান মাড়াই ও গরু বাঁধা হচ্ছে। কোথাও রেললাইনের ওপর বাজার বসছে। কোথাও রেলওয়ের সম্পত্তি দখল হয়ে গেছে। লাকসাম-নোয়াখালী রেল সড়কের অবস্থা বেশি খারাপ। এই রুটের স্টেশন বেশি বন্ধ হয়েছে। ট্রেন চলাচলও বন্ধের পথে। অন্যদিকে বন্ধ আলীশ্বর, ময়নামতি স্টেশন পুনঃ সংস্কার করা হয়েছে। তবে এগুলো কবে চালু হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। মনোহরগঞ্জের খিলা রেল স্টেশন এলাকায় গিয়ে জানা যায়, স্টেশনটি এক যুগ ধরে বন্ধ। সেখানে স্টেশনের প্ল্যাটফরমে স্থানীয় লোকজন বিভিন্ন মালামাল রেখেছেন। অন্য পাশে জুয়া খেলায় ব্যস্ত কয়েকজন। কোথাও গরু-ছাগল বাঁধা হচ্ছে। কোথাও ধান শুকানো হচ্ছে। লাকসামের দৌলতগঞ্জ রেল স্টেশনের পাশের জায়গা দখল হয়ে গেছে। আলীশ্বর স্টেশন-সংলগ্ন বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ বলেন, যোগাযোগ সুবিধার জন্য স্টেশনের পাশে বাড়ি করেছিলাম। লম্বা হুইসেল বাজিয়ে ট্রেন থামত আর ছাড়ত। যাত্রী ওঠানামায় এলাকা সরগরম হয়ে উঠত। দীর্ঘদিন স্টেশনটি বন্ধ। শাহরাস্তির প্রবীণ গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান বলেন, শাহরাস্তি রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ। এটি বন্ধ থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে। খিলা বাজার-সংলগ্ন এলাকার মনোহারি পণ্যের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, স্টেশন চালু থাকলে মানুষের আনাগোনা বাড়ে। আমাদের ব্যবসাও ভালো হয়। এখন ক্রেতা অনেক কমে গেছে। রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, স্টেশন মাস্টার ও জনবল সংকটে স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। স্টেশন মাস্টার সম্প্রতি নিয়োগ হয়েছে।

সর্বশেষ খবর