শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

গম সংকটে সৈয়দপুরে বন্ধ ১০ ফ্লাওয়ার মিল

সৈয়দপুর প্রতিনিধি

গম সংকটে সৈয়দপুর উপজেলার আটা-ময়দা তৈরির (ফ্লাওয়ার) ১০টি মিল বন্ধ হয়ে গেছে। বাকি সাতটি মিলও বন্ধের উপক্রম হয়েছে। চালু মিলগুলো চাহিদার সিকিভাগ গম দিয়ে চলছে। মিল বন্ধ ও উৎপাদন কমে যাওয়ায় প্রায় ৩০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। গমের সংকট কবে কাটবে, এ নিয়ে মিল মালিকরা অনিশ্চয়তায় রয়েছেন। এর বিরূপ প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা আটা-ময়দার বাজারে। মিল জানা যায়, সৈয়দপুর বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন এলাকায় ছোট-বড় ১৭টি আটা-ময়দার মিল রয়েছে। এসব মিলে প্রতিদিন গমের চাহিদা ৩০ মেট্রিক টন। বর্তমানে চাহিদামতো গম পাচ্ছেন না মিল মালিকরা। গমের অভাবে ১০টি মিল বন্ধ হয়ে গেছে। সচল সাতটি মিলও বন্ধের উপক্রম হয়েছে। গমের পাইকারি মোকাম চট্টগ্রামের খাতুনগঞ্জেও মিলছে না চাহিদামতো গম। বিসিক শিল্পনগরীর আরিফ ফুড প্রডাক্টসের মালিক ও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমার মিলে প্রতিদিন ৩০ মেট্রিক টন গম দরকার।

সর্বশেষ খবর