শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ছয় মাসেও উদঘাটন হয়নি পল্লী চিকিৎসক মান্নান হত্যা রহস্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছয় মাসেও উদঘাটন হয়নি পল্লী চিকিৎসক মান্নান হত্যা রহস্য

ছয় মাসেও উদঘাটন হয়নি চারঘাটের পল্লী চিকিৎসক মান্নান হত্যা মামলার রহস্য। মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে দেওয়া হলেও কোনো অগ্রগতি নেই। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ভুক্তভোগী পরিবার। এই হত্যা মামলার অগ্রগতি, সব আসামি গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবিতে সাহেববাজার জিরোপয়েন্টে গতকাল ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। নিহতের পরিবার ও রাজশাহীর চারঘাটের স্থানীয় অধিবাসীরা এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। নিহতের ছেলে মাহিম হোসেন লিমন বলেন, তার বাবা পল্লী চিকিৎসক ছিলেন। গত ২২ এপ্রিল ইফতারের সময় ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ করতে যান বাবা। এ সময় কে বা কারা নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এই খুনের ঘটনায় চারঘাট মডেল থানায় ২৩ এপ্রিল মামলা করা হয়। আদালত মামলাটি চারঘাট মডেল থানা থেকে গত ৭ জুলাই পিবিআইয়ের কাছে হস্তান্তরের আদেশ দেন।

পিবিআইতে মামলা নেওয়া প্রায় সাড়ে চার মাস হলেও আইনশৃঙ্খলা বাহিনী হত্যারহস্য খুঁজে পায়নি। আমরা সন্তান হিসেবে আজ অসহায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিহতের আরেক ছেলে মাইনুল হোসেন লিপন, মেহেদী হাসান লিখন, মাহমুদুল হাসান সুমন, শলুয়া ইউপি সদস্য সাবদুল, কৃষক আব্দুল বারী, চারঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম।

সর্বশেষ খবর