শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়ম

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে টাকার বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ভূমিহীনদের নামে বরাদ্দের ঘর দেওয়া হয়েছে সচ্ছল পরিবারের সদস্যদের এমন দাবি ইউপি মেম্বারদের। এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যানের মোবাইলে একাধিক বার কল দিলেও তিনি কথা বলতে রাজি হননি। লালপুরের ইউএনও শামীমা সুলতানা বলেন, আবদুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল জানান, ঘর বরাদ্দে অনিয়ম হলে তা বাতিল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী এক নারী জানান, ঘর বরাদ্দ নেওয়ার জন্য আমার কাছ থেকে ১০ হাজার এবং আমার ছেলের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন চেয়ারম্যান। আরেক নারী বলেন, আমি মানুষের বাসায় কাজ করে খাই। টাকা পাব কোথায়? টাকা দেয়নি বলে আমার মতো চালচুলোহীন মানুষকে ঘর দেওয়া হয়নি।

সর্বশেষ খবর