রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বট-পাকুড়ের বিয়ে

সিরাজগঞ্জ প্রতিনিধি

বট-পাকুড়ের বিয়ে

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় শাখা-সিঁদুর ও ধুতি-পাঞ্জাবি পরিয়ে বিয়ে দেওয়া হয়েছে বট-পাকুড় দুই গাছের। সিঁদুর ও শাড়ি পরে কনে সাজানো হয়েছিল বটগাছকে আর ধুতি-পাঞ্জাবি আর মুকুট পরানো হয়েছিল পাকড় গাছকে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ায় তাঁত ব্যবসায়ী শীতল সরকারের বাড়িতে ধুমধামের মধ্য দিয়ে বট-পাকড় গাছের ব্যতিক্রমী এই বিয়ে সম্পন্ন করা হয়। বিয়েতে অতিথি হিসেবে অংশ নেন শতাধিক নারী-পুরুষ। বিয়ের আয়োজক শীতল সরকার জানান, প্রায় ১৫ বছর আগে তার বাড়িতে একটি পাকুড় গাছের জন্ম হয়। কয়েক বছর পর ওই পাকড় গাছের পাশেই জন্মে বটগাছ। হিন্দু শাস্ত্রে বট ও পাকুড় গাছ পাশাপাশি জন্ম হলে তাদের বিয়ে  দেওয়ার বিধান রয়েছে। এই বিয়ে না দেওয়ায় তাদের পরিবারে বিভিন্ন সময়ে নানা সমস্যা ও সংকট দেখা দেয়। গ্রামবাসী জানান, কয়েকদিন ধরেই শীতল সরকারের বাড়িতে চলছিল বট ও পাকুড় গাছের বিয়ের আয়োজন। বিয়ে উপলক্ষে পুরোগ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর