ফরিদপুরের বাজারগুলো নিম্নমানের পিঁয়াজ বীজে সয়লাব। এসব বীজ কিনে প্রতারণার শিকার হচ্ছেন কৃষকরা। তারা জানান, এ বীজে কোনো ফলন হয় না। বীজ থেকে যে পাতা বের হয় তা সবজি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অভিযোগ আছে, দেশীয় পিঁয়াজ বীজ না কিনে বিএডিসির কতিপয় অসাধু কর্মকর্তা ভারতীয় বীজ কিনে তা প্রণোদনা হিসেবে কৃষকদের মধ্যে সরবরাহ করছেন। তাছাড়া অনেক বীজ ব্যবসায়ী অধিক লাভের আশায় চোরাইপথে ভারতীয় নিম্নমানের বীজ এনে তা দেশীয় বীজের সঙ্গে মিশিয়ে বিক্রি করছেন। ফলে আগামী মৌসুমে দেশে পিঁয়াজ বীজ উৎপাদনে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় পিঁয়াজ বীজের কারণে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় পিঁয়াজ বীজ চাষিরা। এ অবস্থায় ফরিদপুরের দেড় শতাধিক পিঁয়াজ বীজ চাষি আগামীতে বীজ আবাদ করবেন না বলে জানিয়েছেন। বীজ উৎপাদনকারী চাষি, স্থানীয় কৃষি বিভাগসহ সংশ্লিষ্টরা জানান, সারা দেশের মধ্যে ৮০ ভাগ পিঁয়াজ বীজ উৎপাদিত হয় ফরিদপুর জেলায়। এ জেলার বীজ উৎকৃষ্টমানের এবং ফলন বেশি পাওয়া যায়। ফলে এখানকার বীজের চাহিদা রয়েছে দেশজুড়ে। গত বছর ফরিদপুরে রেকর্ড পরিমাণ পিঁয়াজ বীজ আবাদ হয়েছিল। এ বছর বীজ লাগানোর মৌসুমে ভারতীয় নিম্নমানের বীজ দখল করে নিয়েছে বাজার। দেশীয় বীজের তুলনায় দাম কম থাকায় অনেক কৃষক না বুঝেই এ বীজ কিনছেন। জানা গেছে, দেশীয় বীজের দাম প্রতি কেজি ৩ হাজার টাকা। আর ব্যবসায়ীরা ভারতীয় বীজ কিনে আনছেন প্রতি কেজি ৪০০-৫০০ টাকায়। এসব বীজ বিক্রি করা হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়। ফরিদপুর জেলার একাধিক বীজ ডিলার বিভিন্নভাবে ভারতীয় প্যাকেটবদ্ধ পিঁয়াজ বীজ এনে তা দেশীয় বীজের সঙ্গে মিশিয়ে বিক্রি করছেন। বিভিন্ন স্থানের কৃষক এসব বীজ কিনে খেতে লাগাচ্ছেন। এ ছাড়া সরকারের প্রণোদনা হিসেবে কৃষকদের মধ্যে দেওয়া হচ্ছে ভারতীয় নিম্নমানের বীজ। পিঁয়াজ বীজ চাষিদের অভিযোগ, বিএডিসির কতিপয় অসাধু কর্মকর্তা ভারতীর বীজ কেনার সঙ্গে যুক্ত রয়েছেন। সদর উপজেলার অম্বিকাপুরের সাহিদা বেগম, সোহরাব মণ্ডল, ভাষানচরের আলমাস, ভাঙ্গা উপজেলার ইছাহাক মোল্লা, সদরপুরের জুলহাসসহ একাধিক চাষি অভিযোগ করেন, ভারতীয় পিঁয়াজ বীজে বাজার সয়লাব হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। তাদের দাবি, অনেক কৃষক না বুঝে এবং দাম কম থাকায় এ বীজ কিনে খেতে লাগাচ্ছেন। ফরিদপুর বিএডিসি (বীজ) কর্মকর্তা সফিকুর রহমান বলেন, এ বিষয়ে জেলা কৃষি কর্মকর্তা ভালো বলতে পারবেন। জেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হকের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
শিরোনাম
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
নিম্নমানের পিঁয়াজ বীজে বাজার সয়লাব
প্রতারণার শিকার কৃষক
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
এই মাত্র | পূর্ব-পশ্চিম

জুলাই সনদের আইনিভিত্তি ব্যতীত নির্বাচন শহীদের রক্তের সাথে বেঈমানি: রাশেদ প্রধান
৩ মিনিট আগে | রাজনীতি