রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কুমিল্লায় উদ্ভাবন নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স শুরু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশসহ বিশ্বের আট দেশের গবেষকদের নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। ব্যবসা, উদ্ভাবন এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের ওপর আয়োজিত দুই দিনব্যাপী ওই কনফারেন্স গতকাল উদ্বোধন হয়। এ দিন দেশ-বিদেশের ২০ জন শিক্ষাবিদ ও গবেষক মোট ৪৪টি প্রবন্ধ উপস্থাপন করেন। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওই কনফারেন্সের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। ভার্চুয়াল প্ল্যাটফরমে কনফারেন্সের থিম স্পিকার হিসেবে সংযুক্ত ছিলেন মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লাহ রাশিদ আহমেদ। কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক এবং সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান তারিকুল ইসলাম চৌধুরী উদ্বোধনী পর্বে  উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর