রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বেনাপোল মুক্ত দিবস আজ

প্রতিদিন ডেস্ক

আজ ৪ ডিসেম্বর যশোরের বেনাপোল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বেনাপোল এলাকা ছেড়ে পিছু হটতে থাকে পাকবাহিনী ও তাদের দোসররা। আশ্রয় নেয় শার্শার আমড়াখালিতে। রাতে অবস্থা খারাপ দেখে ৫ ডিসেম্বর আঞ্চলিক সদর দফতর নাভারনে আশ্রয় নেয় পাকসেনারা। শত্রুমুক্ত হয় বেনাপোল। এর আগে ৩ ডিসেম্বর রাতে মিত্রবাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাক সেনারা রঘুনাথপুর ইপিআার ক্যাম্প ছেড়ে আশ্রয় নেয় প্রায় তিন কিলোমিটার পূর্বে পোড়াবাড়ি নারানপুর মাঠপাড়ার ব্যাটালিয়ন সদরে। ওই দিন দুপুরে দুই পক্ষের সম্মুখযুদ্ধে ও মুহুর্মুহু কামানের গুলিতে তছনছ হয়ে যায় নারানপুরে অবস্থিত পাক সেনাদের চৌকি।

কোটালীপাড়া মুক্ত দিবস পালন : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মুক্ত দিবস ছিল গতকাল। দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়েছে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে। ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে সভায় কামাল হোসেন শেখ, জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর