রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কিশোরগঞ্জে শিক্ষাবৃত্তি ও ভাতা পাচ্ছেন ৫৬ হাজার প্রতিবন্ধী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ৫৬ হাজার ৬১২ জন প্রতিবন্ধী শিক্ষাবৃত্তিসহ নিয়মিত ভাতা পাচ্ছেন। এরমধ্যে ৫৫ হাজার ২৬২ জন প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষাবৃত্তি পাচ্ছেন ১ হাজার ৩৫০ জন। নির্ধারিত সময়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সুফলভোগীর মোবাইলে পৌঁছে যাচ্ছে এ টাকা। এতে করে সন্তোষ প্রকাশ করেছে পিছিয়ে পড়া বিশাল এ জনগোষ্ঠী। কিশোরগঞ্জ সমাজসেবা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। কিশোরগঞ্জ জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক কামরুজ্জামান খান জানান, প্রতিবন্ধীরা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ও অসহায় মানুষ। অনেক ক্ষেত্রেই তারা অবহেলিত। ভাতা পাওয়ায় সমাজে তাদের মর্যাদা বাড়ছে। মূলত সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে এসব মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো হচ্ছে।

সর্বশেষ খবর