রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নিরাপদ সড়ক চাই-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও ছাগল বিতরণ করা হয়েছে। মহাস্থানে সংগঠনের পক্ষ থেকে গতকাল এ সহায়তা  দেওয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা সভাপতি মোস্তাফিজার রহমান। প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিরোজ আহম্মেদ রিজু, আবু হায়দার মো. ফয়জুর রহমান প্রমুখ। হাইওয়ে পুলিশ সুপার বলেন, সবাইকে সড়ক আইন মেনে চলতে হবে। যানজট নিরসনসহ দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতায় সড়ক নিরাপদ হিসেবে গড়ে তোলা হবে। সেক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। দুর্ঘটনা রোধে চালক ও যাত্রীসহ পথচারীদের সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর