রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

১৯ বছর পর সম্মেলন, হয়নি কমিটি

টঙ্গী প্রতিনিধি

১৯ বছর পর টঙ্গী থানা আওয়ামী লীগের সম্মেলন হলেও কমিটি হয়নি। এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এমনকি টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরাও ক্ষোভ প্রকাশ করছেন। এ কমিটি হবে কি না বা ঝুলিয়ে রাখা হবে এ নিয়েও কথা উঠেছে। ক্ষোভ প্রকাশ করে টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফুজলুল হক বলেন, অনেক টাকা-পয়সা নষ্ট করলাম, ফেস্টুন ও ব্যানার বানালাম কিন্তু কমিটি ঘোষণা করল না। এ কমিটি কবে হয় আল্লাহই যানে। শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ মাঠে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, অ্যাডভোকেট আজমত উল্লা খান।

 আতাউল্যা মন্ডল, সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ প্রমুখ। কমিটি ঘোষণা না হওয়ার বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেন, সম্মেলনে টঙ্গী পূর্ব থানার সভাপতি পদে ১২ জন ও সম্পাদক পদে ২৬ জন। পশ্চিম থানার সভাপতি পদে সাতজন এবং সম্পাদক পদে ১৬ জন প্রার্থী হিসেবে আবেদন করেন। এটা যাচাই-বাচাই করে ঘোষণা দেওয়া হবে।

সর্বশেষ খবর