শিরোনাম
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রশিটানা নৌকায় নদী পারাপার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

রশিটানা নৌকায় নদী পারাপার

নালিতাবাড়ী উপজেলার বুক চিরে বয়ে গেছে খরস্রোতা ভোগাই নদী। সেতুর অভাবে নদীর দুই পাড়ে বাঁধা রশির সাহায্যে ঝুঁকি নিয়ে পার হচ্ছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। সরকারের কাছে এখানে একটি সেতুর জন্য দাবি জানিয়েছেন তারা।

জানা যায়, উপজেলার একটি পৌরসভা ও ১২ ইউনিয়নের মানুষের দুর্ভোগ লাঘবে পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজার থেকে নালিতাবাড়ী বাজার এলাকায়  ভোগাই নদীর ওপর আশির দশকে একটি সেতু নির্মিত হয়। পরবর্তীতে নদীর ভাটিতে ১৯৯৬ সালে তৈরি করা হয় রাবারড্যাম কাম সেতু। অন্যদিকে নদীর উজানে নয়াবিল ও রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের নাকুগাঁও এলাকায় সীমান্ত সড়ক সংযোগের জন্য সেতু রয়েছে। এসব সেতুকে কেন্দ্র করে নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ হয়েছে। তবে দুর্ভোগ পোহাচ্ছে পৌর শহরের আমবাগান, ছিটপাড়া এলাকায় অবস্থিত থানা, পোস্ট অফিস, সার্জেন্ট আহাদ প্রাঙ্গণ, কর্মজীবী মহিলা হোস্টেল, শহীদ আবদুর রশীদ ডিগ্রি মহিলা কলেজ, সরকারি তারাগঞ্জ উচ্চবিদ্যালয়, চারু সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং নদীর ওপারে মার্কাস মসজিদ, সাবরেজিস্ট্রার অফিস, নালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিরন্ময়ী উচ্চবিদ্যালয়, তারাগঞ্জ সিনিয়র মাদরাসার শিক্ষার্থীসহ এলাকাবাসী। শহীদ আবদুর রশীদ ডিগ্রি মহিলা কলেজের শিক্ষার্থী হাবিয়া হাবিব তমা, সৃষ্টি শীংদিয়া, অদ্বিতিসহ কয়েকজন বলেন, বন্যার সময় তীব্র স্রোতের কারণে নৌকায় উঠতে ভয় লাগে। নালিতাবাড়ী উপজেলা প্রকৌশলী রাকিবুল আলম বলেন, এখানে সেতুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সর্বশেষ খবর