দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, দেশকে স্বনির্ভর করতে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। মহান স্বাধীনতার গৌরবগাথায় কেউ কালিমা লেপন করতে চাইলে তাদের ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ জনগণের সরকার। জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাচ্ছে-যাবে। আইনশৃঙ্খলার উন্নতি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির কারণেই বাংলার জনগণ আওয়ামী লীগকে বারবার চায়। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থাকবে-তা মোকাবিলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মিলনায়তনে ইউএনও একি মিত্র চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, কাজী আতিকুর রহমান, মিসেস জলি আমির, তফাজ্জল হোসেন, নূরে আলম, কবির হোসেন, মাহমুদুল হাসান ভূঁইয়া, সৈয়দ আ. আজিজ, এম এস রানা, আ. রাজ্জাক প্রমুখ।