মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন। সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক এম ওয়াছেল সিদ্দিকী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির দুলাল, সুহিলপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর, ইউপি সদস্য কাজী মোখলেছুর রহমান খোকন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা ৯ মাস যুদ্ধ করে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। এখন আমাদের সবার কাজ হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশ অনেক এগিয়ে গেছে। আগামী ২০৪১ সালে দেশকে উন্নত সমৃদ্ধিশালী দেশ হিসেবে গঠনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে।