সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

‘মাকে কাঁধে নিয়ে আর ঘুরতে হবে না’

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলার শ্যামপুর গোপালপুর গুচ্ছ গ্রাম এলাকার মোস্তাকিন পাঁচ বছর ধরে মাকে কাঁধে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষাবৃত্তি করত। মোস্তাকিন ও তার মায়ের দুর্ভোগ ও দুর্দশার কথা জানতে পেরে এগিয়ে এসেছেন এক পুলিশ কর্মকর্তা। রংপুর প্রেস ক্লাব চত্বরে গতকাল আজিদা বেওয়া ও তার ছেলে মোস্তাকিনের হাতে একটি হুইলচেয়ার তুলে দেন রংপুর জেলা পুলিশের সদর কোর্টের সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) শেখ মোস্তাফিজুর রহমান। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজিদা বেওয়া বলেন, স্বামীর মৃত্যুর পর সংসার খুব কষ্ট করে চলছিল। পাঁচ বছর ধরে প্যারালাইসে দুই পা অকেজো হয়ে যায়। হাঁটাচলা করতে না পারায় জীবিকার তাগিদে বাধ্য হয়ে শিশু সন্তানের কাঁধে চড়ে ভিক্ষাবৃত্তি জীবন শুরু করি। হুইলচেয়ার পাওয়ায় ভীষণ উপকার হবে।

হুইলচেয়ার পেয়ে মোস্তাকিন জানায়, মাকে আর কাঁধে নিয়ে ঘুরতে হবে না। এটিএসআই শেখ মোস্তাফিজুর রহমান বলেন, মানবিক দিক বিবেচনা করে শিশু মোস্তাকিন ও তার মায়ের কষ্ট লাঘবে পাশে থাকার চেষ্টা করেছি।

সর্বশেষ খবর