সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মিষ্টিতে রং, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মিষ্টান্ন জাতীয় খাবার লাড্ডুতে নিষিদ্ধ রং মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করার অপরাধে দুটি কারখানায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর লাড্ডু তৈরির কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও ৫০ কেজি লাড্ডু নষ্ট করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম সত্যতা নিশ্চিত করেছেন।

 রিজভী জানান, জেলা প্রশাসকের সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ একটি অভিযান পরিচালনা করে। গতকাল অভিযানকালে জেলা শহরের ফতেহ আলী বাজারের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে ও রং মিশ্রণ করে লাড্ডু তৈরির জন্য দিয়া মনি মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং আবু সাইদ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। লাড্ডুতে মিশ্রিত রং সাধারণ কাপড়ে ব্যবহার করা হয়। এ রং মানব দেহের জন্য ক্ষতিকর। অভিযানে জেলা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সর্বশেষ খবর