সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রেলপথ আধুনিকায়নের কাজ চলমান

নীলফামারী প্রতিনিধি

রেলপথ যুগোপযোগী এবং আধুনিকায়নের কাজ চলমান। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে রেলপথ উন্নয়নের কাজ। আগামী বছরের জুনের মধ্যে চিলাহাটি-মোংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে। এর ফলে চিলাহাটি থেকে মোংলা পর্যন্ত যাত্রী ও পণ্য পরিবহনে ভারত, নেপাল ছাড়াও ভুটান এই পথ ব্যবহার করতে পারবে। এ ছাড়াও চিলাহাটিতে আন্তর্জাতিকমানের একটি রেলস্টেশন তৈরিতে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যা দ্রুত দৃশ্যমান হবে। তিনি আরও বলেন, জুন মাসের মধ্যে চিলাহাটি হতে ঢাকা দিবাকালীন একটি আন্তনগর ট্রেন চালু করা হবে। গতকাল দুপুরে ১৪ কোটি টাকা ব্যয়ে নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি রেল স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিককদের সঙ্গে আলাপকালে উপরিউক্ত কথাগুলো বলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। এর আগে চিলাহাটি রেল স্টেশনের আইকনিক ভবন, লুপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জমির মালিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর