ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের প্রায় ১৫০ বছরের পুরনো ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। চার বছর ধরে বিদ্যালয়টি চলছে প্রধান শিক্ষক ও দুজন সহকারী শিক্ষক ছাড়া। দীর্ঘদিন শিক্ষক সংকট থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বে থাকা অন্য দুজন শিক্ষক। মাঝেমধ্যে এ দুজন শিক্ষকের মধ্যে কেউ ছুটি কিংবা ট্রেনিংয়ে থাকলে বিদ্যালয় হয়ে যায় শিক্ষকবিহীন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জন্য নতুন শিক্ষক নিয়োগ না দেওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেন, উপজেলা শিক্ষা অফিসে বারবার ধরনা দিয়েও এ সমস্যার সমাধান হচ্ছে না। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য থাকায় প্রতিষ্ঠানের প্রশাসনিক শৃঙ্খলাও ভেঙে পড়েছে। শিক্ষক স্বল্পতায় মানসম্মত ফলাফলের দিক দিয়েও পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভের শেষ নেই অভিভাবকদের। চার বছর আগেও এখানে শিক্ষার্থী সংখ্যা ছিল দুই শতাধিক। কিন্তু বর্তমানে প্রাচীন এ বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা মাত্র ৬০ জন। শিক্ষক না থাকায় বিদ্যালয় থেকে শিক্ষার্থী চলে যাচ্ছে বলে ধারণা করেন এলাকার সুশীল সমাজ। অভিভাবকরা জানান, শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত পাঠদান না হওয়ায় শিক্ষার্থীরা ভালো মানের ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভালো ফলাফল আসবে না। এ বিদ্যালয়ে প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এতে চরম ভোগান্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্য স্কুল থেকে সপ্তাহে একজন সহকারী শিক্ষক এসে ক্লাস করান কিন্তু কোনো কোনো সপ্তাহে তাদের দেখা মেলে না। প্রতিদিনের পাঠদান কার্যক্রম চলছে কোনোভাবে জোড়াতালি দিয়ে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব শর্মা জানান, ২০১৯ সালে প্রধান শিক্ষক ও দুজন সহকারী শিক্ষক বদলি হওয়ার পর এখনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। তাই চার বছর ধরে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকটে দিন দিন শিক্ষার্থীদের হার কমে যাচ্ছে ও অফিসিয়াল কাজকর্ম করতে বিলম্ব হচ্ছে। বর্তমানে যারা শিক্ষক নিয়োগে উত্তীর্ণ হয়েছেন তাদের থেকে বিদ্যালয়ের শূন্য পদগুলো পূরণ করার জন্য শিক্ষা বিভাগকে অনুরোধ করব। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন হাজি মো. মহসিন আলী জানান, প্রধান শিক্ষক ও দুজন সহকারী শিক্ষকের শূন্য পদ থাকায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পদ শূন্য থাকায় পাঠদান ও অফিশিয়াল কাজকর্ম করতে হিমশিম পোহাতে হচ্ছে দুজন শিক্ষকের।
শিরোনাম
- সেমিফাইনালে হেরে কাবাডি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
দুজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান
জমির বেগ, ফেনী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
৮ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন
ভারতের ‘চিকেন নেকে’ সর্বোচ্চ সতর্কতা: শিলিগুড়িতে উচ্চপর্যায়ের গোয়েন্দা বৈঠক
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম