ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের প্রায় ১৫০ বছরের পুরনো ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। চার বছর ধরে বিদ্যালয়টি চলছে প্রধান শিক্ষক ও দুজন সহকারী শিক্ষক ছাড়া। দীর্ঘদিন শিক্ষক সংকট থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বে থাকা অন্য দুজন শিক্ষক। মাঝেমধ্যে এ দুজন শিক্ষকের মধ্যে কেউ ছুটি কিংবা ট্রেনিংয়ে থাকলে বিদ্যালয় হয়ে যায় শিক্ষকবিহীন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জন্য নতুন শিক্ষক নিয়োগ না দেওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেন, উপজেলা শিক্ষা অফিসে বারবার ধরনা দিয়েও এ সমস্যার সমাধান হচ্ছে না। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য থাকায় প্রতিষ্ঠানের প্রশাসনিক শৃঙ্খলাও ভেঙে পড়েছে। শিক্ষক স্বল্পতায় মানসম্মত ফলাফলের দিক দিয়েও পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভের শেষ নেই অভিভাবকদের। চার বছর আগেও এখানে শিক্ষার্থী সংখ্যা ছিল দুই শতাধিক। কিন্তু বর্তমানে প্রাচীন এ বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা মাত্র ৬০ জন। শিক্ষক না থাকায় বিদ্যালয় থেকে শিক্ষার্থী চলে যাচ্ছে বলে ধারণা করেন এলাকার সুশীল সমাজ। অভিভাবকরা জানান, শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত পাঠদান না হওয়ায় শিক্ষার্থীরা ভালো মানের ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভালো ফলাফল আসবে না। এ বিদ্যালয়ে প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এতে চরম ভোগান্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্য স্কুল থেকে সপ্তাহে একজন সহকারী শিক্ষক এসে ক্লাস করান কিন্তু কোনো কোনো সপ্তাহে তাদের দেখা মেলে না। প্রতিদিনের পাঠদান কার্যক্রম চলছে কোনোভাবে জোড়াতালি দিয়ে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব শর্মা জানান, ২০১৯ সালে প্রধান শিক্ষক ও দুজন সহকারী শিক্ষক বদলি হওয়ার পর এখনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। তাই চার বছর ধরে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকটে দিন দিন শিক্ষার্থীদের হার কমে যাচ্ছে ও অফিসিয়াল কাজকর্ম করতে বিলম্ব হচ্ছে। বর্তমানে যারা শিক্ষক নিয়োগে উত্তীর্ণ হয়েছেন তাদের থেকে বিদ্যালয়ের শূন্য পদগুলো পূরণ করার জন্য শিক্ষা বিভাগকে অনুরোধ করব। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন হাজি মো. মহসিন আলী জানান, প্রধান শিক্ষক ও দুজন সহকারী শিক্ষকের শূন্য পদ থাকায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পদ শূন্য থাকায় পাঠদান ও অফিশিয়াল কাজকর্ম করতে হিমশিম পোহাতে হচ্ছে দুজন শিক্ষকের।
শিরোনাম
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
- একটি দল ভোটের মাঠে জান্নাতের টিকিট বিক্রি করছে: নবীউল্লাহ নবী
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি
- ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ
- খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
- মাগুরায় ১৬ ক্লাবের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট আসর
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত