বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইউএনও পরিচয়ে বিভিন্ন জনের কাছে টাকা দাবি

ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে প্রতারক চক্র। এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাঙ্গা উপজেলাবাসীকে সতর্ক করেছেন ইউএনও আজিম উদ্দিন। গত সোমবার ইউএনও ফেসবুক আইডিতে লিখেন, ‘প্রিয় ভাঙ্গাবাসী, আসসালামু আলাইকুম, আমার অর্থাৎ আজিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙ্গা ফরিদপুর পরিচয় দিয়ে প্রতারক চক্র মোবাইলে কল করে বিভিন্নভাবে টাকা নেওয়ার পাঁয়তারা করছে। আমার কোনো কাজের সঙ্গে কারও লেনদেনের সম্পর্ক অতীতে ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। দয়া করে যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকবেন। অপরাধীকে শনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ।’ ভাঙ্গার নাসিরাবাদ ইউপি সদস্য মুন্সী মনিরুজ্জামান বলেন, আমার কাছেও এ ধরনের ফোন এসেছিল। আমার ইউনিয়নে আরও কয়েকজন এমন ফোন পেয়েছেন। ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। চক্র শনাক্ত করার চেষ্টা চলছে। ইউএনও আজিম উদ্দিন বলেন, বিভিন্ন নম্বর থেকে আমার পরিচয় দিয়ে অনেকের কাছে নানা কাজের কথা বলে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর