শিরোনাম
বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সিরাজগঞ্জে ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, নষ্ট হচ্ছে পরিবেশ

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, নষ্ট হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইটভাটাগুলোতে কয়লার পরিবর্তে আইনের তোয়াক্কা না করে পোড়ানো হচ্ছে কাঠ। কয়লার দাম বেশি ও অপ্রতুলতার অজুহাতে তারা বাধ্য হয়ে কাঠ পোড়াচ্ছে। আর পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, এভাবে কাঠ পোড়ালে আগামীতে জলবায়ু পরিবর্তন হয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে দেশ। সরেজমিনে জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈধ-অবৈধ মিলে ৬১টি ইটভাটা রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ইটভাটাগুলোতে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করতে হবে। কিন্তু কয়লার দাম বেশি ও পাওয়া যাচ্ছে না এমন অজুহাতে উপজেলার ভুইয়াতী এলাকার মেসার্স সেবা ব্রিকস, সরাইহাজি এলাকার আবু হানিফ, সাহেবগঞ্জ এলাকার তন্ময় ব্রিকস, সান ব্রিকস, ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই এলাকার সেবা ব্রিকস, নিমগাছী এলাকার কে এম ব্রিকস, জঞ্জালীপাড়ার নীরব ব্রিকস, ষোলমাইল এলাকায় কেয়া ব্রিকস, নলসিয়া এলাকার সরকার ব্রিকস-২, শ্রীরামপুর এলাকার জহির ব্রিকস, জহির-২ ব্রিকসসহ প্রতিটি ইটভাটা দেদারচ্ছে কাঠ পোড়ানো হচ্ছে। এতে একদিকে যেমন গাছ উজার হচ্ছে অন্যদিকে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। ইটভাটা মালিক-শ্রমিকদের দাবি- কয়লার দাম টনপ্রতি ৭-৮ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া কয়লা পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় ভাটা বন্ধ রাখলে শ্রমিকরা বেকার হয়ে যাবে। এতে মালিক-শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে। তাই বাধ্য হয়ে অবৈধ হলেও কাঠ পোড়ানো হচ্ছে। রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ জানান, কয়লা পাওয়া যাচ্ছে না। সেজন্য কাঠ পোড়ানো হচ্ছে। এতে পরিবেশ দূষিত বা গাছ উজার হলেও আমাদের কিছু করার নেই। জেলা প্রশাসন বা আপনারা যা করতে পারেন করবেন- তাতে কিছু যায় আসে না। স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতা দীপক কুমার কর ও আবদুর রাজ্জাক নাসিম জানান, পরিবেশ রক্ষায় আমরা গাছ রোপণ করছি। মানুষকে গাছ রোপণে উৎসাহ প্রদান করছি। আর প্রভাবশালী ইটভাটা মালিকরা গাছ কেটে পুড়িয়ে ফেলছে। এতে কাঠের কালো ধোঁয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে, ফল-ফসল নষ্ট এবং মানুষ রোগব্যাধির শিকার হচ্ছেন। অন্যদিকে পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। জলবায়ুর পরিবর্তন ঘটে দেশে পরিবেশের ভয়াবহ বিপর্যয় ঘটবে। পরিবেশ রক্ষায় দ্রুত কাঠ পোড়ানো বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান জানান, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করলে পরিবেশ দূষণ হয়। এ কারণেই সরকার কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করছে। আমরা মাঠ পর্যায়ে গিয়ে প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ইটভাটায় কাঠ পোড়ানোর নিষিদ্ধ এবং অবৈধ। জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাঠ পোড়ানো বন্ধসহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর