মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সড়কে চার জেলায় চারজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

সড়কে চার জেলায় চারজনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে গতকাল পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। একই দিন বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু ও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- নোয়াখালী : সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে ঢুকে পড়েছে একটি পাওয়ার টিলার। এতে গাড়িটির চাপায় চা দোকানের সামনে থাকা দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। তারা হলেন- বাহার মাঝি (৬০) ও জামাল উদ্দিন (৩৮)। ঘটনার পর দ্রুত পালিয়ে গেছেন পাওয়ার টিলারের চালক। গতকাল দুপুরে চরজব্বর-সোনাপুর সড়কের সুবর্ণচর ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বরগুনা : আমতলী-পটুয়াখালী মহাসড়কের সিকদারবাড়ি এলাকায় সকালে বাসের ধাক্কায় রাজু হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত রাজু চাওড়া ইউনিয়নের উত্তর ঘটখালী গ্রামের বাসিন্দা। হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পুলিশের ভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। সকালে উপজেলার বেজুড়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন আবুল হোসেন, টিটু, সুজন দাশ ও মাসুম আহমেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর