শিরোনাম
মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পরিত্যক্ত জমিতে সবজি চাষ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরে পরিত্যক্ত জমিতে শীতকালীন সবজি চাষ করে মানুষের চাহিদা পূরণে এগিয়ে এসেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মাঠপর্যায়ে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে পতিত জমিতে শীতকালীন সবজি চাষের উদ্যোগ নেয় দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গত রবিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পার্বতীপুর পণ্যাগারের সামনে পতিত জমিতে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে নিজ হাতে মরিচ, বেগুন, লাউ, বিভিন্ন শাকসবজির বীজ রোপণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দিনাজপুরের উপপরিচালক শাহ নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর পণ্যাগারের পরিদর্শক আবদুল মান্নান। সহকারী প্রসিকিউটর মুসতা হাসান বিল্লাহসহ অনেকে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর