সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফরম পূরণ করতে গিয়ে জানতে পারল নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনই হয়নি

শিক্ষাজীবন অনিশ্চিত ফারিয়ার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার ডিক্রিকান্দা লাভুমুন্সি বালিকা দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী ফারিয়া আক্তার। গত ২৮ ডিসেম্বর মাকে নিয়ে মাদরাসায় ফরম ফিলাপ করতে যায় ফারিয়া। যাবতীয় ফি জমা দেওয়ার পর মাদরাসা থেকে জানানো হয় এ বছর তার পরীক্ষা দেওয়া হবে না। নবম শ্রেণিতে নাকি তার রেজিস্ট্রেশনই হয়নি। তাই নতুন করে রেজিস্ট্রেশন করে ২০২৬ সালে পরীক্ষা দিতে হবে। টাকা ফেরত দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তাকে। এমন কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়ে ফারিয়া। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে শুধুই কান্না করতে থাকে। ফারিয়ার বাবা-মা বার বার মাদরাসায় গিয়ে সুপারের দ্বারস্থ হয়ে অনেক অনুনয় বিনয় করেন। সুপার অপারগতার কথা জানান। এক এক করে ঘটনাটি জানাজানি হয় এলাকায়। গণ্যমান্য ব্যক্তিসহ অনেকেই সুপারের কাছে যান একটা ব্যবস্থা করার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যাদের অবহেলায় ফারিয়ার শিক্ষাজীবন অনিশ্চিত হতে চলেছে।

 

সর্বশেষ খবর