শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আইনজীবীদের নতুন কর্মসূচি বিচার প্রার্থীদের ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের কর্মবিরতির মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে। গতকাল দুপুরে আইনজীবী সমিতির সভায় নতুন করে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে। এ সময়ের মধ্যে বিষয়টির সুরাহা হলে আইনজীবীরা কাজে যোগ দেবেন। এর আগে গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবী নেতারা আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির সঙ্গে দেখা করেন। আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সমস্যা সমাধানে আশার আলো দেখছেন তারা। আইনজীবীদের টানা ১২ দিনের কর্মসূচিতে আদালতে দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা। সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। এদিকে বিচারকের বিরুদ্ধে স্লোগানসহ বিচারকাজ বিঘ্ন করার অভিযোগে দুই দফায় ২৪ আইনজীবীকে উচ্চ আদালতে তলব করা হয়েছে। আইনজীবী সমিতির সিদ্ধান্ত অমান্য করে একজন আইনজীবী মামলা দেওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা আইনজীবী সমিতি। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, গত মঙ্গলবার রাতে আমরা আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। বাবুল বলেন, আমরা বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নিযার্তন দমন  ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফারুকের অপসারণ এবং জেলা জজ আদালতের নাজির মোমিনুল ইসলামের বিচার দাবিতে নতুন করে আরও তিন দিনের কর্মসূচি দিয়েছি।

সর্বশেষ খবর