শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সেতু আছে সড়ক নেই

শুভ্র মেহেদী, জামালপুর

সেতু আছে সড়ক নেই

মেলান্দহ উপজেলার কাটাখালী নদীর ওপর সেতু থাকলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। এতে দুর্ভোগ পোহাচ্ছেন নাংলা ও মাহমুদপুর ইউনিয়নের কয়েক গ্রামের ১০ হাজার মানুষ। ৫ কোটি টাকার সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এলজিইডির কর্মকর্তারা বলছেন, ভূমি অধিগ্রহণ জটিলতায় সেতুর দুই পাশের সড়ক নির্মাণে বিলম্ব হয়েছে। মেলান্দহ উপজেলার বন্ধরৌহা গ্রামের বুক চিরে বয়ে গেছে কাটাখালী নদী। এই নদীর কারণে সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছিল কয়েকটি গ্রামের মানুষের। এসব মানুষের যাতায়াতসহ স্থানীয় কৃষিপণ্য পরিবহনের চিন্তা করে কাটাখালী নদীর ওপর ৫ কোটি ১ লাখ টাকা ব্যয়ে ৯০ মিটার দৈর্ঘ্যরে সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শেষ হয় সেতু নির্মাণ কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক করতে না পারায় সড়কবিহীন দাঁড়িয়ে আছে সেতুটি। ফলে সেতু নির্মাণের পরও দুর্ভোগ কমেনি স্থানীয় বাসিন্দাদের। তারা বলছেন, নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন এ এলাকার মানুষ উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি রোগী পরিবহনে ভোগান্তির শিকার হয়েছেন। সেতু নির্মাণ হওয়ায় তারা আশায় বুক বেঁধেছিলেন। প্রায় এক বছর কেটে গেলেও সেতুটির সংযোগ সড়ক না হওয়ায় হতাশ তারা। জমির মালিকরা বলছেন, ভূমি অধিগ্রহণের নোটিস পেলেও ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় তারা জমি ছাড়তে পারছেন না। জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক জানান, সংযোগ সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ জটিলতা ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুত সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে।

সর্বশেষ খবর