শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
টঙ্গী বিশ্ব ইজতেমা

মুরব্বিদের আসার নিশ্চয়তা দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সব মুরব্বিদের আসার বিষয়ে নিশ্চয়তা প্রদানের দাবি জানিয়েছেন মাওলানা সা’দ আহমদ কান্ধলভি অনুসারী তাবলিগের সাথীরা। তারা বলেন, তাবলিগ জামাত একটি আধ্যাত্মিক ও ধর্মীয় সংগঠন। এখানে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বর্তমান তাবলিগ জামাতে বিভেদ সৃষ্টির একমাত্র কারণ তৃতীয় একটি পক্ষের হস্তক্ষেপ। তারা সুকৌশলে তাবলিগ জামাতে ঢুকে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি করছে। যে কারণে বিশ্ব তাবলিগ জামাতের আমির মাওলানা সা’দ আহমদ কান্ধলভি ময়দানে আসতে পারছেন না। গতকাল  দুপুরে ইজতেমা ময়দানের পাশে একটি রেস্তোরাঁয় বিশ্ব ইজতেমা পরবর্তী সংবাদ সম্মেলনে মাওলানা সা’দ আহমদ কান্ধলভি অনুসারীরা এসব কথা বলেন। এ সময় লিখিত বক্তব্য  পাঠ করেন অ্যাডভোকেট আবদুল কুদ্দুস বাদল।

এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সায়েম, অ্যাডভোকেট ইউনুস মিয়া, মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ আতাউল্লাহ প্রমুখ। লিখিত বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরে বক্তারা।

সর্বশেষ খবর