রাজবাড়ীর সদর থানা পুলিশের অভিযানে হাফেজিয়া মাদরাসার শিক্ষকসহ আন্তঃজেলা প্রাইভেটকার চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে রাজবাড়ী সদর থানা পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তারা হলেন- মো. মেজবাউল হক (৩৬), প্রকাশবাবু (৪০), লিখন মিয়া (৩০) ও রিফাত হোসেন (২২)। গ্রেফতারকৃত মেজবাউল হক রাজবাড়ী সজ্জনকান্দা হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর রাজবাড়ী সদর থানায় প্রাইভেটকার মালিক মো. পলাশ খোন্দকার অনলাইনে একটি সাধারণ ডায়েরি করেন। সেই ডায়েরির সূত্রধরে তদন্তে নামে পুলিশ। শুক্রবার মধ্য রাতে আশুলিয়া, নরসিংদী ও রাজবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, সাধারণ ডায়েরির সূত্রে ধরে তদন্তে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে রাজবাড়ী সিরাজুল ইসলাম গাড়ি চুরির সঙ্গে জড়িত বলে জানা যায়। সিরাজুলের সহযোগিতায় মাস্টার চাবি দিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যায় অন্য সদস্যরা। গাড়িটি নরসিংদীতে বিক্রির চেষ্টা করার সময় জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা।