শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গরুতে গাছ খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেল শিশুর

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় গরুতে প্রতিবেশীর শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে কাঠের আঘাতে তিন মাসের শিশু নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ধোবাউড়া থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার সানন্দখিলা গ্রামের দুলাল মিয়ার শিম গাছ খেয়ে ফেলে প্রতিবেশী রনি মিয়ার গরু। দুলালের স্ত্রী জায়েদা রনির বাড়ি গিয়ে তার স্ত্রীকে গরু বেঁধে রাখতে বলেন। এনিয়ে দুজনের বাকবিতন্ডার একপর্যায়ে জায়েদাকে কাঠ দিয়ে পেটানো শুরু করেন রোজিনা। জায়েদা রক্তাক্ত অবস্থায় প্রতিবেশী মুর্শেদের বাড়ি যান। মুর্শেদ আলীর স্ত্রী শিল্পী তার তিন মাস বয়সী ছেলে ইছাককে নিয়ে এগিয়ে আসেন। তখন কাঠের আঘাত ইছাকের মাথায় লাগে। কলেজছাত্র খুন : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা ইসমাইল শেখ লিওন (১৭) নিহত হয়েছেন। গতকাল গোপালগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। লিওন ওই এলাকার ইব্রাহীম শেখের ছেলে ও সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

সর্বশেষ খবর