শিরোনাম
সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দুই জঙ্গির যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে দুই জঙ্গিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও চারজনকে খালাস দিয়েছে আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় টংভাঙ্গায় গ্রামের কোরবান আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ হাসান ওরফে নাহিদ বাবু একই উপজেলার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, আসামি মো. রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ হাসান ওরফে নাহিদ বাবুকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার অপরাধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬, ১০ ও ১৩ ধারা মোতাবেক উভয় আসামিকেই ১৪ বছর করে মোট ৪২ বছর সাজা প্রদান করেছে বিশেষ ট্রাইব্যুনাল ১ এর বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান। 

এ সময় উভয় আসামিকে দুই হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। আসামিদের ২০১৭ সালের ২৯ আগস্ট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে গোপন বৈঠক করার সময় একটি বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে। এ রায়ে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও চারজন আসামিকে মামলা হতে অব্যাহতি প্রদান করে আদালত। সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন বলেন, জঙ্গি সংগঠনের একটি মামলার দুই আসামির যাবজ্জীবন ও চারজনকে খালাস দিয়েছেন আদালত। এ রায় প্রদানে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর