সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

২৫ জামায়াত নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের ২৫ জনসহ ৪০-৫০ জন পলাতক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রাতে সদর মডেল থানার উপপরিদর্শক ওবায়দুল হক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেন। জানা গেছে, সরকারবিরোধী চলমান আন্দোলনকে বেগবান ও নাশকতার উদ্দেশ্যে বনভোজনের আড়ালে গোপন বৈঠক করার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকায় জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তারা হলেন- মো. সোহেল রানা, মো. ইয়াদুল হুদা, মো. আনারুল হক, মো. মাহমুদুল তুষার, মো. আবদুর রশিদ, মো. শামীম আহম্মেদ, মো. সেতাউর রহমান, মো. ইসাহাক আলী, মো. আবদুল খলিল, মো. আবদুল সালাম, মো. হাবিবুল্লাহ,  মো. দুরুল হুদা, মো. মারুফ হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. আবদুল সাদেক, মো. আল আমিন, মো. সাইফুল ইসলাম, মো. আবু মুসা, মো. সামছুল আলম, মো. আবু রায়হান, মো. শামীম হাসান, রুবেল আলী, মো. আরিফুল ইসলাম  ও মো. জায়িদ হাসান জোহা। তাদের জিজ্ঞাসাবাদে আরও তিনজন পলাতক আসামির নাম বলেন। তারা হচ্ছেন- আমির মো. আবুজার গিফারী, মো. লতিফুর রহমান ও মো. মজিবুর রহমান। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক ১০টি বই ও সংগঠনের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকার জনৈক মুনি প্রফেসরের রামজীবনপুরের নবনির্মিত মাদরাসামাঠে জামায়াত-শিবিরের ৮০-৯০ জন নেতা-কর্মী গোপন বৈঠক করার সময় শনিবার বিকালে থানা পুলিশ ও ডিবির সহায়তায় অভিযান চালানো হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

সর্বশেষ খবর