সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরিকাল গণনা ও অন্যান্য আর্থিক প্রাপ্যতায় অর্থমন্ত্রণালয়ের জারি করা পত্র প্রত্যাহার ও প্রশাসনিক রায় বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সকালে শহরের মুক্তির সোপান চত্বরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন হয়।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।  স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় একযোগে জাতীয়করণ করেছিলেন। তারই  যোগ্য উত্তরসুরি শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একযোগে সরকারিকরণ করেন। তার এই ঐতিহাসিক ঘোষণায় লক্ষাধিক শিক্ষক ও তাদের পরিবার কৃতজ্ঞ। ২০১৪ সালের ৯ মার্চ প্রধান শিক্ষকদের দুই ধাপ বেতন বুদ্ধিসহ দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও সহকারী শিক্ষকদের এক ধাপ বেতন বৃদ্ধির ঘোষণা দেন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী এই সাফল্য আওয়ামী লীগ যাতে ঘরে তুলতে না পারে সে জন্য বিএনপি-জামায়াত  সমর্থিত কর্মকর্তা-কর্মচারীরা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের অপচেষ্টায় শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ১২ আগস্ট ২০২০ অর্থ মন্ত্রণালয় কর্তৃক ৮ বছর পর টাইম স্কেল কর্তনের পত্র জারি করেন। এতে ৪৮ হাজার ৭২০ জন টাইম স্কেল উত্তোলনকৃত শিক্ষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা অনুযায়ী টাইম স্কেল প্রদান ১২ আগস্ট ২০২০ সালে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পত্র বাতিল ও প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বাস্তবানের দাবি জানান বক্তারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। এ ছাড়াও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন যুগ্ম আহ্বায়ক মো. গোলাম  মোস্তফা, ওমর আলী, সদর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন। সমাবেশ শেষে  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির।

সর্বশেষ খবর