সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বর্ণাঢ্য আয়োজনে মন্দিরে মন্দিরে শিব চতুর্দশী ব্রত পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী শিব চতুর্দশী ব্রত পালিত হয়েছে। আর এ ব্রত পালনে হাজার হাজার ভক্তের ঢলে মুখরিত ছিল নাওডাঙ্গা জমিবাড়ির শিব মন্দিরটি। প্রতি বছর ব্রত পালনে ঐতিহ্যবাহী নাওডাঙ্গা জমিদারবাড়ির প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মানুষজন শিব চতুর্দশী ব্রত পালনে শিব মন্দিরে পূজা অর্চনাসহ বিভিন্ন  কর্মসূচি পালন করে। এ বছরও শ্রী শ্রী শিব চতুর্দশী তিথি ও মহা শিবরাত্রীকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি পারিবারিক মন্দিরগুলোতে পালন করে বিশেষ পূজা-অর্চনা। সন্ধ্যা নামতেই প্রতিটি মন্দিরে ভিড় করতে থাকে ভক্ত ও পূজারিরা। মন্দির কমিটিসহ আগত ভক্তরা জানান, বাংলা বর্ষপঞ্জির ফাল্গুন মাসের চতুর্দশী তিথিকে শিব চতুর্দশী বা মহা শিবরাত্রী বলা হয়। সেই অনুযায়ী শনিবার সন্ধা ৬ টা ৪০ মিনিটে শিব চতুর্দশী ব্রত আনুষ্ঠানিকভাবে শুরু করেন হিন্দুদের পুরোহিতগণ।

শনি ও রবি শুরুর পর থেকে দিনব্যাপী নাওডাঙ্গা জমিদারবাড়ির শিব মন্দিরে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে শত শত নারী-পুরুষ ও কুমারী মেয়ের ঢলে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দূর-দূরান্ত থেকে আসা কুমারী মেয়ে ও শত শত নারী ভক্তরা হাতে হাতে  দুধ, কলা, আপেল, চিনি, আগরবাতি শিব পূজা করার জন্য মন্দিরের সামনে ভিড় করতে থাকেন। পূজা অর্চনা শেষে রাতব্যাপী ভজন সংগীতের আয়োজন করে পূজা আয়োজক কমিটি। বিগত বছরগুলোতে একদিনব্যাপী শিব চতুর্দশীর তিথি থাকলেও এ বছর দুদিন হওয়ায় রবিবার বিকাল পর্যন্ত শিব চতুর্দশী ব্রত পালন করে সমাপ্তি ঘটে। লালমনিরহাট উপজেলার হাতিবান্ধা থেকে শিবের ভক্ত অঞ্জলী রানী রায় জানান, শিশুকাল থেকে শিব চতুর্দশী ব্রত পালন করে আসছি। এ বছরে শিবের চরণধুলি ও মস্তকে দুধ ঢেলে পরিবারের সবাই মিলে ব্রত পালনে এসেছি। মনের কামনা-বাসনায় বাবা শিবের কাছে প্রার্থনা করতে পেরে আমাদের ভালোই লাগছে। শিব মন্দিরের উদযাপন কমিটির সভাপতি নরেশ চন্দ্র বর্মন জানান, নাওডাঙ্গার ঐতিহ্যবাহী শিব মন্দিরটিতে আমরা প্রতি বছর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মিলে পূজা অর্চনা করে আসছি। অন্যান্য বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে এ ব্রত পালনে শত শত নারী ও কুমারী মেয়েরা এ পূজা করছে।

সর্বশেষ খবর