সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ডাকাতির হাজিরা দিতে এসে ফের ডাকাতি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ডাকাতি মামলায় হাজিরা দিতে এসে ফের ডাকাতি করেছে ছয় দুর্বৃত্ত। পুলিশি জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাদের কাছ থেকে। গ্রেফতারকৃতরা ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে পরপর দুই বাড়িতে ও শহরের পবহাটির একটি বাড়িতে ডাকাতির ঘটনার সঙ্গেও জড়িত মর্মে পুলিশের কাছে স্বীকার করেছেন। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ শনিবার রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর গ্রাম থেকে তিনজন এবং ঝিনাইদহ শহরের পারহাউস পাড়া থেকে আরও তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের শফিকুল ইসলাম, সুমন শেখ, মতজেল মোল্লা, ঝিনাইদহের আবদুল জলিল, আখিরন নেছা শিউলি ও মেরিনা খাতুন বৃষ্টি।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি শাহীন উদ্দিন জানান, শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল নামে এক ডাকাত সদস্য স্বীকার করেছেন তারা সম্প্রতি ডাকাতি মামলার হাজিরা দিতে আসেন ঝিনাইদহে। ফিরে যাওয়ার সময় তারা সংঘবদ্ধভাবে ফের ডাকাতি করেন।

সর্বশেষ খবর