ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অবাধে চলছে লেগুনা, তিন চাকার রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা। এর ফলে মহাসড়কে প্রায় ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। দুর্ঘটনায় ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। উচ্চ আদালত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১ আগস্ট থেকে দেশের ২২টি মহাসড়কে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নিষেধাজ্ঞা থাকলেও বন্ধ হচ্ছে না এসব অবৈধ যান। সরকারি ওই সিদ্ধান্তের আট বছর অতিবাহিত হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরচালিত রিকশা নির্বিঘ্নে চলাচল করলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না হাইওয়ে পুলিশ। সরেজমিন মহাসড়কের কাঁচপুর, শিমরাইল মোড় ও সাইনবোর্ড এলাকায় গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে। অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের চালিত এসব যানবাহন বেপরোয়া প্রতিযোগিতায় মেতে ওঠে। ফলে প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। গত বছরের ১২ অক্টোবর আড়াইহাজারের পাল্লা এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়। এ ছাড়া গত ৯ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে উল্টোপথে আসা এক ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে আরও পাঁচজনের প্রাণহানি ঘটে। সোলাইমান মিয়া নামের স্টারলাইন পরিবহনের এক চালক জানান, এসব অবৈধ যানবাহনের কারণে আমাদের অনেক ঝুঁকি নিয়ে মহাসড়কে বাস চালাতে হয়। অধিকাংশ যানবাহনের চালকদের কোনো লাইসেন্স না থাকায় তারা কোনো নিয়ন-নীতির তোয়াক্কা করে না। রফিকুল নামের এক কাভার্ডভ্যান চালক জানান, এ রাস্তায় পূর্বের তুলনায় এখন প্রচুর পরিমাণে লেগুনা এবং তিন চাকার যানবাহন চলাচল করে। এসব যানবাহন সাইড দিতে বললেও সাইড দেয় না। আসলে এসব যানবাহনের বেশির ভাগ চালক সিগন্যালই ঠিকমতো বোঝে না। শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, মহসড়কে অবৈধ যানবাহন পেলেই আামরা জরিমানা, মামলা, রেকারিং ও ডাম্পিং করে ব্যবস্থা নিচ্ছি। জনবলের সংখ্যা কম হওয়ায় শতভাগ আইন প্রয়োগ করতে পারছি না। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম আজাদ জানান, প্রতিদিন আমরা বিভিন্ন পয়েন্ট থেকে থ্রি হুইলার, অটো রিকশা আটক করে জরিমানা, মামলা করে থাকি।
শিরোনাম
- বিশেষ গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাচ্ছে : অ্যাটর্নি জেনারেল
- যুক্তরাজ্যের হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র উপদেষ্টার অসন্তোষ প্রকাশ
- কাকরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি
- দেশে ১২টি শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টির পূর্বাভাস
- খুবি শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, সড়ক অবরোধ
- আইনজীবী আলিফ হত্যার বিচারে বার কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ : অ্যাটর্নি জেনারেল
- এই সরকার ব্যর্থ হলে দুঃশাসনের কালো ছায়া নেমে আসবে : ধর্ম উপদেষ্টা
- বিএনপি চেয়ারপারসনের সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ
- নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি : টুকু
- অনেক অদৃশ্য শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছে : তারেক রহমান
- ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যুতে অপতথ্য ছড়ানোয় বিএফইউজে-ডিইউজের উদ্বেগ
- ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকি’তে ঢাকার ৫৬টি ওয়ার্ড
- ডিসেম্বর মাসজুড়ে শিল্পকলায় বিজয় উৎসব
- শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বিজিবি
- জাতীয় স্বার্থে ঐকমত্য ও নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি
- বাংলাদেশকে দুর্বল-নতজানু ভাবার কোনও অবকাশ নেই: আইন উপদেষ্টা
- বাংলাদেশে আর ভারতের আধিপত্য চলবে না : হাসনাত আব্দুল্লাহ
- গঠনতন্ত্র সংস্কার করে অবিলম্বে ডাকসু নির্বাচন দাবি ছাত্র মৈত্রীর
প্রকাশ:
০০:০০, সোমবার, ১৩ মার্চ, ২০২৩
আপডেট:
মহাসড়কে বেপরোয়া অবৈধ যান
অদক্ষ চালক, নেই লাইসেন্স, ঘটছে দুর্ঘটনা
এম এ শাহীন, সিদ্ধিরগঞ্জ
টপিক
এই বিভাগের আরও খবর