শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ

বরগুনা প্রতিনিধি

বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডির গ্রামীণ রাস্তায় টিআর প্রকল্প দেখিয়ে ২ লাখ ৮৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, নীতিমালা অনুযায়ী এলজিইডির গ্রামীণ রাস্তায় টিআরের প্রকল্প গ্রহণ করা যাবে না। সদর উপজেলা প্রকৌশল জানা যায়, ঢলুয়া ইউনিয়নের পোটকাখালি থেকে নলী পর্যন্ত রাস্তায় দুই পাশে মাটির কাজসহ ২ কোটি ২১ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয় ২০২১ সালের জুলাইয়ে। ওই বছরের নভেম্বরে কার্যাদেশ দেওয়া হয় মেসার্স রাইদা এন্টারপ্রাইজ ও ফয়সাল এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানকে। ঠিকাদাররা নির্ধারিত সময় এ কাজ শেষ করেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আমাদের যখন কাজ দেখিয়েছে তখন ওই রাস্তায় এলজিইডির কাজ ছিল না।

সর্বশেষ খবর