বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভারী বৃষ্টিতে বরগুনায় ৪ কোটি টাকার তরমুজের ক্ষতি

বরগুনা প্রতিনিধি

বরগুনায় গত কয়েক দিনের বৃষ্টিতে তরমুজ খেতে জলাবদ্ধতার কারণে ২৪ হেক্টর জমির তরমুজের সম্পূর্ণ ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ          অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ থেকে প্রাপ্ত তথ্য, ক্ষতিগ্রস্ত তরমুজের বাজারমূল্য ৩ কোটি ৮৪ লাখ টাকা। আংশিক ক্ষতি হয়েছে ১৫০ হেক্টর জমির তরমুজ। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, ভারী বর্ষণে বরগুনা সদর উপজেলায় ১০ হেক্টর, আমতলীতে ৭ হেক্টর, তালতলীতে ২ হেক্টর, বেতাগীতে ২ হেক্টর, বামনায় ১ হেক্টর এবং পাথরঘাটায় ২ হেক্টর জমির তরমুজ ক্ষতি হয়েছে।

সদর ইউনিয়নের কলাতলা গ্রামের তরমুজ চাষি মো. ছগির হাওলাদার বলেন, ২ কানি ৭ জৈষ্ঠ জমিতে তরমুজ চাষ করেছি। বর্ষায় দেড় কানি জমির তরমুজ গাছ পচে যাওয়ায় ক্ষতির মধ্য পড়েছি। অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্র্রসারণ অধিদফতর বদরুল আলম, বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৃষ্টির পূর্বাভাস পেয়ে মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা তরমুজচাষিদের সতর্ক করায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। ক্ষতির তালিকা তৈরি করে খামারবাড়ি পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর