বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম কমানোর দাবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জ্বালানি তেল, গ্যাস, চাল-ডাল-তেল, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণকমিটি গতকাল সকালে প্রেস                 ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধন সমাবেশে গণকমিটির আহ্বায়ক এ টি এম মহব্বত আলী এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন- বাসদের জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, গণকমিটির সদস্য বাসারুল হায়দার বাচ্চু। অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি গ্যাস, চাল, ডাল বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। শিক্ষা চিকিৎসা খরচ আকাশছোঁয়া, শ্রমিকদের মজুরি বাড়ছে না। কৃষি পণ্য সার, কীটনাশক, বীজ সেচের খরচ দফায় দফায় বাড়ছে। চিকিৎসাসেবায় হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। যে কারণে দরিদ্র মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও নিয়ন্ত্রণে মজুদারদের শাস্তির দাবি তুলে ধরেন বক্তারা।

 

সর্বশেষ খবর